
শাহ মোঃ নজরুল ইসলাম:
গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা শাখার ছাত্র সমাজ, খেলাফত ছাত্র মজলিস, ইসলামী আন্দোলনের নেতারা।
সোমবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিল শেষে উপজেলা চত্ত্বরে এসে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হুমায়ন কবির তিনি বলেন অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান।
মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।
মাওলানা রিয়াজুল ইসলাম বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। এটা বন্ধ করতে বিশ্বনেতাদের এক হতে হবে। মুসলিম বিশ্ব যদি চায় তাহলে অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধ হবে। ভারতে জঘন্যভাবে মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতন চলছে। আমাদের সরকারকে জানাবো শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে বিষয়টি তুলে ধরেন।