
স্বরবৃত্ত-
ওই দেখো মা চাঁদ উঠেছে
শামীমা আক্তার
ওই দেখো মা চাঁদ উঠেছে কাল কি মোদের ঈদ,
“ঈদ”-খুশিতে হ্যাবলা ব্যবলার অক্ষিতে নেই নিদ।
খুশির সানাই বাজছে মা’গো মিঞা বাড়ির দোরে,
ফিরনী সেমাই খাবে ওরা কাক ডাকার ওই ভোরে!
ওদের আল্লাহ্ মোদের আল্লাহ্ এক জনি তো হয়,
তবে ক্যান- “মা” ? ওদের ঘরেই আনন্দ’ রা-রয়!
“বাবা”- আমার মরণ শয্যায় “অন্ন” ক্ষুধার রাগে,
ওই পাপিয়া পিউ পিউ ডাকে ঈদ খুশির গুল বাগে!
ঈদের দিনে ওরা করবে পোলাও কোরমা ভোজ,
খুদ ঘাঁটা তাও জোটে না যার কে রাখে কার খোঁজ?
আতর ছোঁয়া- জরির জামা পরবে ও’রা গায়ে,
ছিড়া জামা পরবো আমরা থাকবো খালি- পায়ে।
এক আকাশের নিচে মোরা করছি সবাই বাস,
কারও- ভাগ্যে জুট’ছে উচ্ছ্বাস কারও- দীর্ঘ শ্বাস!
কাল হাশরে আল্লাহ্ মোদের রাখবে পরম সুখে,
মা কেঁদে কয় আয় বাছা ধন আয়রে আমার বুকে।
বাঁইচা থাকলে তোর বাবাজি, উঠবে আগাম চাঁদ,
সে’দিন না হয় তোরাও ভাঙবি-ভাঙবি খুশির বাঁধ।
মায়ের চোখের জল মুছে পুত ফোকলা দাঁতে হাসে,
আর কিছু যে- চাই’না মাগো থাকলে তোমরা পাশে।
ধনী, গরীব, সব মানুষের- দূর করবো মা ক্লেদ,
তোমার খোকা,- ধনী হলে করবে না “মা”- ভেদ।।