ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে গাজা ও ফিলিস্তিনের পাশে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আলমাস হোসেন: 

বিশ্বজুড়ে চলমান ইসরাইলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলি করেছেন। তারা বলেন, নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের উপর চালানো বর্বরতা কোনোভাবেই মানবতার অন্তর্ভুক্ত হতে পারে না।

সোমবার (৭ এপ্রিল) শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্কুল ক্যাম্পাস থেকে বাইপাইল পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।এসময় বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বাইপাইলে প্রতীকী প্রতিবাদে অংশ নেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসময় শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, “আমরা রাজনীতি করি না, মানবতা নিয়ে কথা বলি। গাজায় শিশুদের কান্না আর মায়ের আহাজারি আমাদের বিবেককে নাড়া দেয়। আমরা চুপ থাকতে পারি না।”

শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং গাজা ও ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *