গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আব্দুর রশিদ: 

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও উপকূলীয় যুবরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় শিক্ষার্থী-জনতার ব্যানারে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্ত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে অগ্রসর হয়ে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, নারী -শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র।

বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে। বক্তারা আরো বলেন, গণহত্যার জন্য ইসরাইল ও নেতানিয়াহু সরকারের বিচার করতে হবে। একই সাথে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। সৌদি আরবসহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে এক হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পুনঃগঠনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরাইলকে তার উপযুক্ত জবাব দিতে হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে জাতিসংঘসহ সকল রাষ্ট্রকে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এসময় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারি সাতক্ষীরার হাজার হাজার জনগণ ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *