গাজায় হামলার প্রতিবাদে পাইকগাছায় মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

পাইকগাছা প্রতিনিধি: 
সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান নৃশংস ইসলায়েলী গণহত্যা বর্বরোচিত হামলা ও মানবতার চরম সীমা অতিক্রম করায়, বিশ্বমানবতা’র বিরুদ্ধে কোনও পদক্ষেপ না গ্রহণ করার প্রতিবাদে পাইকগাছায় মার্চ ফর প্যালেস্টাইন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে ছাত্র-জনতার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সরল বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট শেষ হয়। ওই স্থানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, শিবিরের তামিম হায়দার, আল মামুন, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ওরিন, শামীম আহমেদ, জিনারুল ইসলাম, আল শাহরিয়ার রুম্মান, সাইফুল্লাহ গাজী, রায়হান হোসেন, শাহাজাহান হোসেন তামিম রায়হান, একরামুল হোসেন, জাকির হোসেন, আরাফাত হোসেন, আরাফাত গাজী, শিহাব, ফয়সাল, নাঈম, আব্দুল খালেক, সাইফুল্লাহ নয়ন, কাজী তানভীর হোসেন, সিজান, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, তানভীর, সাদমান, লাবিব, তাসকিরুল সাকিব বক্তৃতা করেন।
এসময় পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি ও আবুল হোসেন, জামিনুর রহমান রানা বিক্ষোভ মিছিলে শরিক। অপার দিকে  গণহত্যা, সন্ত্রাসী কার্যকলাপ, জুলুম অত্যাচার   ইসরায়েলের বিরুদ্ধে  বাংলাদেশ জামায়াতে ইসলামী৷ পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে  আছর নামাজ বাদ কোড কেন্দ্রীয় জামে মসজিদ সামনে থেকে  শত শত মানুষের  র্র্যালি বের হয়ে পৌরসভার মেইন মেইন সড়কে প্রদক্ষিণ শেষে   বিক্ষোভ মিছিল  ও পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন পাইকগাছা জামায়াতে ইসলামী  আমির মাওলানা সাইদুর রহমান। বক্তব্য রাখবেন জেলা জামাত নেতা মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ,সহ সিনিয়র  নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *