স্টাফ রিপোর্টার:
রাজধানীতে প্রবেশের অন্যতম পথ যাত্রাবাড়ী। আর এই যাত্রাবাড়ীতেই হয় যতরকম অন্যায় ও অবিচার। ৫ই আগস্টের পর অনেকটাই কমে এসে ছিলো ঘুষ ও মাসোয়ারা বানিজ্য।
কিন্তুু কিছু দিন ধরে আবারও শুরু হয়েছে এই মাসোয়ারা বানিজ্য। যাত্রাবাড়ী থেকে দেশের দক্ষিণ অঞ্চলগামী বাস মালিকরা অভিযোগ করে বলেন, বেশ কিছু দিন ভালই ছিলাম। বন্ধ ছিল ট্রাফিক পুলিশের চাঁদাবাজী ও মাসোয়ারা বানিজ্য।
কিন্তুু বর্তমানে আবারও শুরু হয়েছে মাসোয়ারা বানিজ্য। যাত্রাবাড়ী থেকে ছেড়ে যাওয়া দক্ষিণ অঞ্চলগামী প্রত্যেকটি বাস থেকে মাসিক টাকা নিচ্ছে টি আই মনির। টিআই মনির বাস মালিকদের কে বিভিন্ন প্রকার ভয় দেখাচ্ছে। কারণ তার রয়েছে নাকি বিরাট ক্ষমতা।
যাত্রাবাড়ীতে লেগুনা ষ্টান্ড ও বাস ষ্টান্ড এমনকি ফুটপাথ থেকেও টাকা তুলার অভিযোগ রয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশের উধ্বর্তন কর্মকর্তাদের গোপনে তুদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগদন্ত