
মোঃ ইসলাম উদ্দিন তালুকদার:
নিখোঁজ মোছাঃ আসমা বেগমের স্বামী মোঃ আইনুল ইসলাম উল্লেখ করেন তার স্ত্রী তার সন্তানদের নিয়ে গত ৪ এপ্রিল শুক্রবার তার স্ত্রীর বোনের বাসায় ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ মাধবপুর টোকেরগাঁও গ্রামে বেড়াতে যাওয়ার উদ্যোশে
নোয়ারাই ইউনিয়ন ২ নং ওয়ার্ড পাটিবাগ গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়েছিল,পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার স্ত্রী আমার সন্তানদের নিয়ে তার বোনের বাসায় যায়নি, তখন আনুমানিক সময় সকাল ১১ টা।
নিখোঁজ মোছাঃ আসমা বেগমের গায়ের রং উজ্জ্বল ফর্সা, চুল কালো লম্বা উচ্চতা আনুমানিক ৫ ফুট।এবং মায়ের সাথে থাকা বড় মেয়ের নাম তাহসিনা বেগম বয়স (৯) বছর বাততিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী তার
গায়ের রং উজ্জ্বল ফর্সা চুল লম্বা কালো উচ্চতা আনুমানিক ৪ ফুট,
ও দ্বিতীয় ছেলে সন্তানের নাম আহছান আহমদ বয়স (৬) গায়ের রং উজ্জল ফর্সা, উচ্চতা আনুমানিক তিন ফুট,
তৃতীয় মেয়ের নাম মোছাঃ তাহমিনা বেগম বয়স (৩) গায়ের রং উজ্জল ফর্সা,
চতুর্থ মেয়ের নাম আকলিমা বেগম বয়স (১০) মাস শিশুটি মায়ের কোলে ছিল।
যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমার স্ত্রীসহ ৪ সন্তানের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে । যোগাযোগ, মোবাইল- 01721426804।
এ বিষয়ে ছাতক থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে।
মোঃ আইনুল ইসলাম বলেন আমার স্ত্রী ও আমার ৪ সন্তান নিখোঁজের ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি আমার স্ত্রীসহ
৪ সন্তানকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য ।