নিহত সাবেক ছাত্রদল নেতা রাশেদের কবর জিয়ারত ও আর্থিক অনুদান প্রদান করেন কেন্দ্রীয় যুবদল সম্পাদক‌ নুরুল ইসলাম নয়ন‌

মোঃ মুস্তাক শাহিন, মনপুরা প্রতিনিধি: 

ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃত মোঃ রাশেদের কবর জিয়ারত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে ৫০হাজার টাকা আর্থিক অনুদান ও পরিবারের খোঁজ খবর নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন‌।

সোমবার সকাল‌ ৯টায় ভোলার মনপুরায় ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে মৃত সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদের কবর জিয়ারত ও বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দিতে আসেন কেন্দ্রীয় যুবদলের এই নেতা ।
জানা যায় চরফ্যাশনে নিজ এলাকায় ঈদ সফরে আশা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন‌ হঠাৎ মনপুরায় আসেন নিহত সাবেক ছাত্রদল নেতার বাসায়।
প্রসঙ্গত: গত ১৯শে মার্চ মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের ১ হাজার ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মানাধিন বেড়িবাঁধের কাজ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক মোঃ রাশেদ।
এই সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, হাজির হাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য আব্দুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ পলবান, সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন‌ সাংবাদিকদের এক প্রশ্নে বলেছেন , আমার নেতা তারেক রহমান এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তিনি খুব মর্মাহত। তিনি আমাকে পাঠিয়েছেন নিহত সাবেক ছাত্রদল নেতার বাসায় তার পক্ষ থেকে আর্থিক অনুদান পৌঁছে দেয়ার জন্য। তিনি আরো বলেন আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো প্রকৃত দোষীদের কে দ্রুত আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করার জন্যে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *