ফিলিস্তিনে হামলার প্রতিবাদে শাহরাস্তি প্রেসক্লাবের মৌন মিছিল

মোসাদ্দেক হোসেন জুয়েল: 

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যার প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছে চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাব। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় এ কর্মসূচি পালিত হয়েছে।

মিছিলটি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ঠাকুর বাজার গিয়ে সমাপ্ত হয়।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সিনিয়র সহ সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ।
উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ মহিউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, সদস্য মোঃ জসীম উদ্দিন, মোঃ হাসানুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম পাটোয়ারী, মোসাদ্দেক হোসেন জুয়েল, ফয়সাল আহমেদ, হাসান আহমেদ বাবলু, আবু মুছা আল শিহাব, মাহমুদুল হাসান, সিদ্দিকুর রহমান নয়ন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রকি চন্দ্র সাহা, সাংবাদিক আক্তার হোসেন শিহাব, সাইফুদ্দিন প্রমুখ।

৮ এপ্রিল ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *