
শামীমা আক্তার:
অন্ন ন’হে রক্ত ক্ষুধায় মেতেছে মোর- বিশ্ব,
দৈত্য দানব ভর করেছে মানবতা আজ নিঃস্ব।
লাশের উপর লাশ পড়ছে যে ভাসছি রক্তের বন্যায়,
আর কতো কাল থাকবে বিশ্বে সম্প্রদায়ের অন্যায়?
থামবে কবে এ অনাচার ধর্ম কর্মের জেরে,
আর কতো প্রাণ ঝরবে’রে বল্ মূর্খ দানব তরে।
মানুষ দিছে গ্রন্থ জনম, গ্রন্থ দেইনি মানুষ,
শয়তান চেল্লাহ সর্ব বেল্লাহ্ রক্ত ভোজে বেহুঁশ।
অন্ধ ক্যান আজ জাতিসংঘ পাই না খোঁজে যুক্তি,
জনম নিলে “হিটলার”- আবার, হয় যদি বা মুক্তি।
সৃষ্টি কর্তার দৃষ্টি পৌঁছায় সমান সর্ব ঘরে,
স্রষ্টা নিয়ে ফ্যাসাদ বান্দা যাও ক্যান বা তা করে।
সৌর তারা মেঘ-বারি সব কম’কি কারও দিছে,
ধর্মের নামে মারছো মানুষ ক্যান হে পায়ে পিষে?
“মরণ”- শর্ত দিয়ে যেদিন নিখিল গ্রহে এলে,
বাড়ি, গাড়ি, শখের নারী- সব’টা যখন পেলে!
স্রষ্টার শর্ত ভূলে মানুষ বিবেক শূন্য হলে,
মানুষ খুনের রাঙা হাতে পাপের তকমা নিলে!
সময় হলে বন্ধ হবে রূহ্ নামের ওই চাকা,
কোরআনে কয় জুলুম কারীর মৃগ হোক তার শাখা।