ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে নবীনগরে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমাবেশ

শাহ পরান:

গ্লোবাল স্ট্রইক ফর গাজার কর্মসূচির আওতায় গাজায় নারী, শিশু ও সাধারন মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে বি‌ক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবা‌ড়িয়া‌ জেলার নবীনগর উপ‌জেলার সর্বস্তরের তৌহিদী জনতা, নবীনগর রিপোর্টাস ক্লাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও Genarel Peoples Of Nabinagar.

সোমবার (০৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নবীনগর উপ‌জেলার বি‌ভিন্ন পয়েন্টে এ ‌বি‌ক্ষোভ মি‌ছিল ও সমাবেশ করা হয়।

নবীনগর সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজিত বিক্ষোভ মিছিলটি নবীনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা গেইটের সামনে এসে শেষ হয়। নবীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদি হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোঃ রফিকুল ইসলাম, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ উল্লাহ, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা সানা উল্লাহ প্রমুখ।
বক্তৃতারা প্রশ্ন তোলেন, জাতিসংঘের কাজ কী? জাতিসংঘ মুসলমানদের কল্যাণে কোন কাজ করছে না। আমাদেরকে ইজরায়েলের পণ্য বর্জন করতে হবে তা ব্যবহার করা হারাম। বক্তৃতারা আরো বলেন বিশ্ব মানচিত্র থেকে ইজরায়েল একদিন হারিয়ে যাবে। ইনশাআল্লাহ
প্রতিবাদ সভা শেষে গাজাবাসীর জন্য মহান আল্লাহ তায়ালার নিকট সাহায্য প্রার্থনা করে দোয়া ও মোনাজাত করেন নবীনগর এসআর মসজিদের খতিব মুফতি মাওলানা বেলায়েত উল্লাহ।

নবীনগর রিপোর্টার্স ক্লাবের প্রতিবাদ সমাবেশ:
গাজায় ইজরায়েলী বর্বর হামলার প্রতিবাদে নবীনগর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দুপুর ২ টায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ সভায় নবীনগর রিপোর্টার্স ক্লাবের সদস্যরা বক্তব্য রাখেন। তারা ইজরায়েলের পণ্য বর্জনের আহবান জানান।
এই সমাবেশে সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু সারা বাংলাদেশকে একযুগে ১০ মিনিটের জন্য সবকিছু বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন। তিনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট সরকারি ভাবে এই উদ্যোগ গ্রহণের জন্য আবেদন জানান। তার মতে, এই পদক্ষেপ ইজরায়েলী হামলার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিবাদ এবং বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করবে।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি অনুষ্ঠানে বলেন, ‘‘কাল নয়, আজই যুদ্ধে যাবার সময়।’’ তিনি আরও বলেন, ‘‘ফিলিস্তিনিদের প্রতি আমাদের একাত্মতা ঘোষণা করা এবং তাদের মুক্তির জন্য সোচ্চার হওয়া এখন অত্যন্ত জরুরি।’’ সমাবেশের শেষে তিনি ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত-
গতকাল সকাল ১০টায় হাই স্কুল গেইট এর সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন সরকার, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন দলের সেক্রেটারি মাওলানা মমিনুল হক ভূইয়া।

সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলের আগ্রাসী গণহত্যার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ বর্বর হামলা ও গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন: মুফতি মনিরুল ইসলাম, মাওলানা আবু হাসান, হাফেজ মাওলানা মনির হোসাইন, মাওলানা উমর ফারুক, মোঃ ইকবাল হোসেন অলি, হাফেজ তরিকুল ইসলাম, সহ আরও অনেক নেতৃবৃন্দ।

Genarel Peoples Of Nabinagar এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ-
গতকাল (৭ এপ্রিল) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে মিছিলটি আলীয়াবাদ গোলচত্বর থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
বক্তৃতারা গাজায় ইজরায়েলের নির্মম গণহত্যা নিন্দা ও প্রতিবাদ জানায় এবং নেতানিয়াহুর ফাঁসি কামনা করেন।
এছাড়াও নবীনগর সরকারি কলেজে ও নবীনগর মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *