
প্রভাস চক্রবর্ত্তী:
বোয়ালখালী উপজেলায় ছেলের কাঁচির আঘাতে আহত পিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মৃত আজিজুল হকের (৬৬) বাড়ি বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী গোলাম রসূল মাষ্টার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
হত্যাকারী তার ছেলে সাজ্জাদ হোসেন আসিফকে (২২) গ্রেফতার করেছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানিয়েছেন, গত ৩ এপ্রিল নিজ বাড়িতে সাজ্জাদের কাঁচির আঘাতে গুরুতর আহত হন আজিজুল। এরপর থেকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর বিষয়টি জানার পর পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে সাজ্জাদকে গ্রেফতার করে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সাজ্জাদ কিছুটা মানসিক ভারসাম্যহীন। পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করানো হচ্ছিল।