
এম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম মিরসরাই উপজেলার হিংঙ্গুলি ইউনিয়ন এর অনেক পুরানো স্কুল চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়,তবে দীর্ঘ দেড় বছর স্কুলটিতে কোনো কমিটি না থাকায় ভিবিন্ন দরনের জটিলতা দেখা দেয়,এই নিয়ে অনেক প্রকারের বাধা বিপত্তির ও অনেক দুঃসময় পেরিয়ে অবশেষে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবুল কালাম মজুমদার এর অক্লান্ত পরিশ্রম ও সৎত ইচ্ছায় একটি এড হক কমিটি গঠন করে নিয়ে আসতে সক্ষম হয়,উক্ত কমিটিতে এড হক কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন, বারইয়ারহাট পৌরসভা শাখা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কমিশনার মোঃ নিজাম উদ্দীন,,অভিভাবক প্রতিনিধ সদস্য হিসেবে মনোনীত করেন।
দেশের সুনামধন্য পত্রিকা, দৈনিক স্বাধীন সংবাদ পিন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার এবং ইউটিউব চ্যানেল MNA টিভির চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরী প্রকাশ সাংবাদিক এম রাসেল চৌধুরী,,চার জন বিশিষ্ট এড হক কমিটিতে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর সিদ্ধান্ত অনুযায়ী ১, মোঃ নিজাম উদ্দীন সভাপতি শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত, ২, কাজি ফজলুল করিম শিক্ষক সদস্য জেলা শিক্ষা অফিসার অনুমোদিত, ৩, মোঃ নুরুল আলম রাসেল চৌধুরী জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক সদস্য, ৪, প্রধান শিক্ষক পদাধিকার বলে সদস্য সচিব,, উক্ত কমিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধান মালা ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০,১১,১২,১৩ ও ১৪ অনুসারে এই এডহক কমিটিকে অবশ্যই নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পূর্ণ করতে হবে,এবং এই দিক নির্দেশনা অনুযায়ী সবাই চলতে হবে,প্রবিধানমালা ২০২৪ এর প্রবিধান ৬৫ (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবে, তবে শিক্ষা মন্ত্রণালয়ের নং – শিম/ শাঃ ১১/১০-১১/২০০৯/১৭১ তারিখ ১২,৪,২০১১ খ্রি মূলে জারি কৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক – কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে, তবে সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে, প্রফেসর ডঃ বিপ্লব গাঙ্গুলী, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম, অনলিপি অনুযায়ী উক্ত এডোক কমিটি ঘোষণা করা হইল, সবাই আশাবাদী চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয় স্কুল এডহক কমিটি গঠন হওয়ায় এইবার স্কুলের সুনাম বয়ে আসবে বলে এডকহ কমিটিকে সাধুবাদ জানান।