জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উদযাপন করেছে ইরান

স্বাধীন আন্তর্জাতিক ডেস্ক: 

 

শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন সাফল্য উন্মোচন করে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবস উদযাপন করেছে ইরান।  বুধবার (৯ এপ্রিল) দেশটির প্রেসিডেন্ট ও পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির উপস্থিতিতে এক অনুষ্ঠানে পারমাণবিক শিল্পে ছয়টি প্রধান দেশীয় অর্জন উন্মোচন করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

পারমাণবিক শিল্পের একটি প্রদর্শনী পরিদর্শন করার পর বিশেষজ্ঞরা পেজেশকিয়ানকে পারমাণবিক খাতের সর্বশেষ উন্নয়ন এবং ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

তিনটি বিভাগে বিভক্ত প্রদর্শনীতে ইরানি বিজ্ঞানীদের সর্বশেষ অর্জনগুলো দেখানো হয়। যার মধ্যে রয়েছে—পারমাণবিক জ্বালানি চক্র, শক্তি ও বিদ্যুৎ, ভারি পানি উৎপাদন এবং এর ডেরিভেটিভস, রেডিওফার্মাসিউটিক্যালস এবং প্লাজমা প্রযুক্তি।

প্রেসিডেন্টের ওয়েবসাইট অনুসারে, প্রথম বিভাগটি জ্বালানি চক্র এবং এর বিভিন্ন অংশ নিয়ে ছিল। যার মধ্যে রয়েছে বায়ুবাহিত ভূ-পদার্থবিদ্যা, ইউরেনিয়াম খনিতে অনুসন্ধান প্রকল্প, হলুদ কেক উৎপাদন, ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ, পাশাপাশি সমৃদ্ধকরণ প্রক্রিয়া।

দ্বিতীয় বিভাগটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত প্রকল্পগুলো উপস্থাপন করে।  এরমধ্যে রয়েছে বুশেহর পারমাণবিক কেন্দ্রের দ্বিতীয় এবং তৃতীয় ইউনিট নির্মাণ, কারোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, গবেষণা ও বিদ্যুৎ চুল্লি উৎপাদনের স্থানীয়করণ, সেইসঙ্গে বুশেহর পারমাণবিক কেন্দ্রের খুচরা যন্ত্রাংশের নকশা এবং উৎপাদন।

তৃতীয় বিভাগে পারমাণবিক শিল্প প্রয়োগের জন্য বিভিন্ন প্রযুক্তি এবং পণ্য যেমন ভারি পানি, রেডিওফার্মাসিউটিক্যালস, পারমাণবিক পরিমাপ সরঞ্জাম, প্লাজমা প্রযুক্তি, চিকিৎসা ও কৃষিতে বিকিরণের প্রয়োগ, রক্তের বিকিরণ, শিল্প ত্বরণকারীর উৎপাদন এবং কোয়ান্টাম এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো নতুন প্রযুক্তি উপস্থাপন করে। এছাড়া প্যাভিলিয়নে বিভিন্ন শিল্প ও চিকিৎসা লেজারের নকশা এবং উৎপাদন প্রদর্শন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *