
মোশারফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন ৪ নং গড়াডোবা ইউনিয়নের বাসাটী গ্রামের মো: মতিউর রহমানের ছেলে মো: শফিকুল ইসলাম (৪১) এর দোকানে হামলা, ভাংচুর , লুটপাট আহত ১ সূত্রে জানা যায়, গত ০৮/০৪/২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার প্রায় সাড়ে সাতটার দিকে পূর্বের শত্রুতা ও জমিজমা বিষয়াদিকে কেন্দ্র করে একই গ্রামের মৃত গোলাম আলীর ছেলে মো: মনির (৪৫) তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় দোকানদার শফিকুল ইসলাম গুরুতর আহত হয়।
আহত ব্যক্তির চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে হামলাকারীদের কবল হতে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে। কিন্তু আহত ব্যক্তির শরীরে বিভিন্ন আঘাত থাকায় পরে কেন্দুয়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত ব্যক্তি বাদী হয়ে ০৯/০৪/২০২৫ ইং তারিখে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ বরাবর প্রতিপক্ষ মনির সহ তিন জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগটি প্রতিপক্ষ টের পেয়ে অভিযোগের বাদীকে অভিযোগ তুলে নেয়ার জন্য প্রাণ নাশে হুমকী দিচ্ছে।
এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও পাড়াবাসীর কাছে জানতে চাইলে তার সত্যতা স্বীকার করে বলেন আসামীদের নানীর কাছ থেকে অভিযোগের বাদীর বাবা জমি ক্রয় করে ছিলেন। কারনবশত জমিটি দলিল না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এই নিয়ে গ্রাম্য সালিশ বসেও বিষয়টি সুরাহা হয়নি।
ইতিমধ্যে এই ঘটনাটি ঘটে। এব্যাপারে অভিযোগের বাদীর সাথে কথা বললে তিনি সত্যতা স্বীকার করে বলেন এমতাবস্থায় জমির মালিক মহিলা মারা যায় আমাদের লেনদেনের বিষয়াদি নিয়ে কথা উঠলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আমার উপর ও দোকানে হামলা চালায়। এসময় প্রায় দোকানের মালামাল ও নগদ টাকা হাতিয়ে নেয়। এব্যাপারে স্থানীয় প্রশাসন ও জেলার পুলিশসুপারের সু—দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী পরিবার বর্গ। প্রকাশ থাকে যে, আসামী পক্ষের সঙ্গে সাংবাদিক গণ জানতে চাইলে? উক্ত ঘটানার পরিপ্রেক্ষিতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটানার আশঙ্কা… চলবে