বোয়ালখালীতে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৩হাজার ৪৯১ জনের মধ্যে অনুপস্থিত ২৬ জন

প্রভাস চক্রবর্ত্তী: 

মাধ্যমিক পরীক্ষা আজ থেকে সাড়াদেশে একই সাথে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে বোয়ালখালীতেও ৭টি কেন্দ্রে ৩ হাজার ৪৯১ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ৪৬৫ জন। অনুপস্থিত ছিলেন ২৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্রী এবং ৫ জন ছাত্র।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বোয়ালখালীতে এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৮৩৯ জনের মধ্যে অংশ নিয়েছেন ২ হাজার ৮২৪ জন। অনুপস্থিত ছিলেন ১৫ জন। এর মধ্যে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫ জন, কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন ও সৈয়দপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ জন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেননি। অনুপস্থিত এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২ জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৮৫জন। অনুপস্থিত ছিলেন ৮ জন। এরমধ্যে ৩ জন ছাত্র এবং ৫ জন ছাত্রী।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২৫৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩ জন ছাত্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *