নওগাঁর মান্দায় বিবাহিত-অবিবাহিত ফুটবল ম্যাচে জয়ী বিবাহিত দল

নওগাঁ প্রতিনিধি: 

 

নওগাঁর মান্দায় চকউলী বহুমুখী হাই স্কুল এন্ড কলেজ মাঠে এক ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটি ছিল বিবাহিত বনাম অবিবাহিত যুবকদের মধ্যে। জমজমাট এ খেলায় ১-০ গোলে জয় লাভ করেছে বিবাহিত দল।

বিবাহিত দলের পক্ষে একমাত্র এবং বিজয়সূচক গোলটি আসে দ্বিতীয়ার্ধে। দলটির নেতৃত্ব দেন শাহিন, সঙ্গে ছিলেন জাহিদ, স্বাধীন এবং সেনাবাহিনীর সদস্য সিয়ামসহ আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। অপরদিকে, অবিবাহিত দলের নেতৃত্বে ছিলেন মোরশেদ, কুদ্দুস, পলাশ ও রকি।

খেলাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন বয়সী দর্শক মাঠে ভিড় করেন প্রিয় দলকে সমর্থন দিতে। খেলার শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সামাজিক সম্প্রীতি ও খেলাধুলার চর্চা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *