সাভারে পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

আলমাস হোসেন: 

সাভার পৌরসভা ও ভাকুর্তা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাই ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেফতাররা হলেন, আবু বকর সোহাগ (২২) ও ইয়াছিন ওরফে বুলেট (১৯)।

পুলিশ জানায়, ছবি তোলার কথা বলে ভাকুর্তা ইউনিয়নের ছোলাই মার্কেট এলাকার শিল্পী স্টুডিওর ভিতরে প্রবেশ করে অভিযুক্ত আবু বকর সোহাগ ও তার দুই সহযোগী। পরে তারা স্টুডিওর মালিকের গলায় চাকু ঠেকিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে চাকুর আঘাতে ওই স্টুডিওর মালিক মোঃ দিদার আহত হন। এঘটনায় তিনি সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে একটি সুইস গিয়ার চাকুসহ অভিযুক্ত আবু বকর সোহাগকে গ্রেফতার করে।

এদিকে সাভার পৌরসভার কর্ণপাড়ার রয়েল সিটি হাউজিং এলাকায় এনআর ফ্যাশন এন্ড এক্সেসরিজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় চোর চক্র ভেন্টিলেটরের ফ্যান খুলে ভিতরে প্রবেশ করে ১টি এইচপি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর ও ১টি ৩২ ইঞ্চি র‌্যাংস টিভিসহ ৪টি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়। এঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ ইয়াছিন ওরফে বুলেট নামে চোর চক্রের এক সদস্যকে গ্রফতার করেছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গ্রেফতাররা পেশাদার ছিনতাই ও চোর চক্রের সক্রিয় সদস্য। তারা উল্লিখিত দুটি মামলার ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *