আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

মোঃআরফাতুল ইসলাম, (আরব আমিরাত):

সংযুক্ত আরব আমিরাতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ আনুষ্ঠানিকভাবে দেশটির রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

বৃহস্পতিবার আবুধাবিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের রাষ্ট্রপতি শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের নিকট তার পরিচয়পত্র হস্তান্তর করেন। এ সময় দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত তারেক আহমদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমিরাতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। আমিরাতের রাষ্ট্রপতিও বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। ড. মুহাম্মদ ইউনূসের জন্য শুভ কামনা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট।

পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *