
মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
ছাতকে ইমরান আহমদ নামের এক ছেলে নিখোঁজ হয়েছে রবিবার ১৩ এপ্রিল সন্ধ্যা থেকে সে নিখোঁজ। ছাতক শহর থেকে নিজ বাড়ি কাজিহাটা-নোয়াগাঁও গ্রামে যাওয়ার পথে সে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ ইমরান আহমদ ছাতক উপজেলা সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও গ্রামের প্রবাসী মামুন মিয়ার পুত্র এবং সেলিম আহমদের ভাতিজা।
পরিবারিক সুত্র থেকে জানাগেছে, সে ছাতক শহরের একটি
দোকানে চাকুরী করতো। প্রতিদিনের মতো দোকান থেকে
সন্ধ্যায় বাড়ি ফরার পথে সে নিখোঁজ হয়। সন্ধ্যার আগে তার সাথে থাকা মোবাইল ফোনদিয়ে বাড়িতে যোগাযোগ করেছে।
সন্ধ্যার পির থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
সন্ধ্যা ৭.০০ ঘটিকা থেকে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা,নিখোঁজ ইমরান আহমদের বয়স অনুমানিক ১৭ বছর হবে গায়ের রং উজ্জ্বল ফর্সা চুল স্বাভাবিক হালকা লম্বা ।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তাকে কোন স্থানে দেখে থাকেন তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে। যোগাযোগ, মোবাইলঃ ০১৩২০-৭৮৪২৬৩।
নিখোঁজ ইমরান আহমেদের পিতা, প্রবাসী মামুন মিয়া বলেন আমার সন্তান নিখোঁজের ঘটনায় সুনামগঞ্জ জেলা প্রশাসনসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি আমার সন্তানকে ফিরিয়ে এনে দেওয়ার জন্য।