
কামরুল:
লোহাগাড়া কেন্দ্রীয় বিহার, লোহাগাড়ায় শুভ নববর্ষ ও ১লা বৈশাখ তথা বৈসাবি উৎসব উদযাপন, শিক্ষার্থীদের ত্রিপিটক থেকে পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রতি বৎসরের ন্যায় এ-ই বৎসরও যথাযথ ধর্মীয় মর্যাদায় লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারে বাংলা নববর্ষ-১৪৩১সাল এর বিদায় ও ১৪৩২ সাল বরণের মাধ্যমে বৈশাখী মেলা উদযাপন করা হয়, উক্ত মহতী সভায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে-ত্রিপিটক থেকে পাঠ ও মঙ্গল সূত্র আবৃতি প্রতি- যোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা সুসম্পাদিত হয়।
উক্ত পহেলা বৈশাখ ও নববর্ষ অনুষ্টান সবার অংশ গ্রহনে কেন্দ্রীয় বিহার মুখরিত হয়ে ওঠে এবং তারা পুরস্কার পেয়ে খুবই খুশি। উক্ত পুরস্কার বিতরণ,পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত মহতী সভায় উপস্থিত ছিলেন লোহাগাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, লোহাগাড়ার অধ্যক্ষ ভদন্ত আনন্দ মিত্র মহাথেরো,লোহাগাড়া কেন্দ্রীয় বিহারের সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়া,সধারণ সম্পাদক সুজিত বড়ুয়া কাজল, উপদেষ্টা মাষ্টার সুরেশ বড়ুয়া,লোহাগাড়া উপজেলা পি আই ও এর সহকারী বাবু শুভঙ্কর চাকমা, অদ্যকার অনুষ্ঠানের প্রধান অতিথি আমিরিকা প্রবাসী বাবু সুজেল বড়ুয়া।।
লোহাগাড়া কেন্দ্রীয় বিহারের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু ত্রিদিব বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক ব্যাংকার সমরেশ বড়ুয়া লুষার,ধর্মীয় সম্পাদক বাবু তপন বড়ুয়া, সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়া,আধুনগর ইউনিয়নের সাবেক মেম্বার সন্তোষ বড়ুয়া, বাবু মনোরঞ্জন বড়ুয়া, নারিশ্চার কৃতিসন্তান বাবু দিপুকুমার বড়ুয়া, বাবু রনধীর বড়ুয়া, বাবু মৃদুল বড়ুয়া, বাবু অনন্তসেন বড়ুয়া,বাবু আপন বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক আখিঁ বড়ুয়া, শিক্ষক নেন্সি বড়ুয়া,শিক্ষক পবিত্র বড়ুয়া,ব্যাংকার টুম্পা বড়ুয়া,মনিকা চাকমা,পান্না বড়ুয়া, বড়হাতিয়া নিবাসী সুচরিতা বড়ুয়া, শুক্লা বড়ুয়া,ববি বড়ুয়া, লোহাগাড়া কেন্দ্রীয় বিহারের বর্ষীয়ান ধার্মিক উপাসকসহ পুর্ণ্যথীরা উপস্থিত ছিলেন।