
আব্দুর রহিম জয়, জেলা প্রতিনিধি বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চর এলাকায় ঈদ আনন্দ উপলক্ষে ৭ দিন ব্যাপী মেলার আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান । মেলায় পাশাপাশি দুটি সার্কাসের পেন্ডেল বসার কারনে তাদের মধ্যে হিংসার সৃষ্টি হয়। এদিকে দুর্বৃত্তরা সার্কাসের মালিকের কাছে বিএনপি নেতা বোহাইল ইউনিয়নের সভাপতি লিটন সরকারের নেতৃত্বে আতাউর রহমান দুলাল খান এবং স্বপন কিছু লোকজনসহ দলবল নিয়ে এসে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে গত ১ এপ্রিল বিকেল বেলায় প্রতিহিংসা মূলক মেহেদী হাসানের সার্কাস ও যাদুর পেন্ডেলে হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, শত্রুতা করে অন্য জেলার মেলার অনুষ্ঠানের একটি অশালীন ভিডিও চিত্র যেটি আমার মেলার চিত্র উল্লেখ করে সারিয়াকান্দি থানায় দেখিয়ে প্রশাসন দিয়ে আমার মেলায় বাঁধা প্রদানের সৃষ্টি করে।
এবিষয়ে মেহেদী হাসান বলেন, মেলায় আমার সার্কাস বসানোর অনুমতি আছে। কিন্তু সেখানে কিছু লোকজন আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় আমার সার্কাসের প্যান্ডেলে হামলা ও ভাঙচুর করেন। এতে আমার আনুমানিক প্রায় ৬-৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন ঘটনায় আমি ব্যক্তিগতভাবে মানহানীর শিকার হয়েছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
মেলায় হামলা ও ভাংচরের ঘটনায় কোন অভিযোগ পাইনি বলে জানান সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যাবস্থা নেয়া হবে।