কামরুল ইসলাম:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।
লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন এর সন্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ ওমর আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, বিএনপি নেতা আসাবুদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ও সাবেক যুগ্ম আহবায়ক এটিএম জাহিদ চৌধুরী , প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি কবির আহমদ চৌধুরী ও কলামিস্ট মোহাম্মদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।