
আব্দুর রহিম জয়:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বগুড়ায় আজ অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজন। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এই উৎসব আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।”
শোভাযাত্রায় নানা রঙের মুখোশ, গ্রামীণ সাংস্কৃতিক উপকরণ ও ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সদস্যরা। উৎসবমুখর পরিবেশে শহরের মানুষ নতুন বছরকে বরণ করে নেয়।
এছাড়াও, পহেলা বৈশাখ উপলক্ষে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে রয়েছে লোকসঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও গ্রামীণ খেলার প্রদর্শনী। অনুষ্ঠানগুলোতে স্থানীয় শিল্পীরা ছাড়াও শিশু-কিশোররাও অংশ নিচ্ছে।
নববর্ষের দিনটি উপলক্ষে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ, রঙ-বেরঙের পোশাকে মানুষের ঢল এবং বাংলার চিরায়ত ঐতিহ্যের চিত্র।