আব্দুর রশিদ:
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ- ১৪৩২ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বটমূল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্কুলের সভাপতি রেহেনা খানম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাইফুল্লাহ এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, গনঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান, রুপকারের পরিচালক ইমন, সাংবাদিক শেখ সানজিদুল হাক প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, বটমূল স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা রুবেল হোসেন, স্বাধীন, উসমান গনি, সাবু, মাহফুজ, ,জাহিদ, তীব্র, রিদয়, আরাফাত, অলীন প্রমুখ।
এসময় পাটকেলঘাটা হাই স্কুল মাঠে ‘এসো হে বৈশাখ’ শ্লোগানে নানা রঙের ফেস্টুন, ব্যানার নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ শ্রেণি-পেশার মানুষ।