গাইবান্ধার বল্লমঝাড়ে সরঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাইট গার্ডের বিরুদ্ধে ২০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছ কর্তনের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি: 

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নস্থ রঘুনাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমপক্ষে ২০ হাজার টাকা মুল্যের গাছের ডাল উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যক্ষ সহযোগিতায় নাইট গার্ড সদরুল প্রধান কর্তন করে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

প্রকাশ, চলতি অর্থবছরে উক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ বিন আহমেদ কনক সুকৌশলে নাইট গার্ড সদরুল প্রধানের মাধ্যমে কেটে ভ্যান যোগে নিজ বাড়িতে নিয়ে যায়। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান নাইট গার্ড সদরুল প্রধান মেহগনি ও কাঁঠাল কাঠের ডাল কেটে ৩/৪ ভ্যান নিজ বাড়িতে নিয়ে যায়। যার মুল্য কমপক্ষে ২০ হাজার টাকা হবে বলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন।

এ ব্যাপারে আজ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত নাইট গার্ড সদরুল প্রধান এক প্রশ্নের উত্তরে জানান, আমি প্রধান শিক্ষক সাঈদ বিন আহমেদ কনক অনুমতি সাপেক্ষে কর্তন করেছি। কিন্তু সরকারি গাছের ডাল নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেনি। এ সময় প্রধান শিক্ষক সাঈদ বিন আহমেদ কনকের ব্যাবহৃত মোবাইল নাম্বার ০১৭১৬-৫৬০৯২১ এ কথা হলে তিনি বলেন, গাছ কাটার ব্যাপারে আমি কিছুই জানি না। পরে বল্লমঝাড় ক্লাস্টারের দায়িত্বে নিয়োজিত এটিইও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ব্যবহৃত মোবাইল নাম্বারে পর পর বেশ কয়েক দফা কল দিলেও তারা রহস্যজনক কারণে মোবাইল রিসিভ না করলেও গাইবান্ধা সদরের ইউএনও মাহমুদ আল হাসান এর মোবাইল নাম্বারে কথা হয়। এ সময় তিনি বলেন- সরকারি গাছ কাটার একটা নিয়ম আছে। হুটহাট তো কেউ কাটতে পারবেনা! তবে বিষয়টি আমি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *