মোঃ ফজলুল করিম সেলিম:
পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষে বংশাল থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক বিশাল আনন্দ মিছিল আয়োজন করে। এ আনন্দ মিছিলে
অংশগ্রহণ করেন বংশাল থানার জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি তাইজুল আহম্মেদ তাইজুল, দলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ডের
কমিশনার মোঃ মামুন, দলের সাবেক সাংগঠনিক মোঃ আদিল এবং যুবদলের সাবেক সভাপতি মোঃ সেন্টু ও সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ ফারুক
আরোও অংশগ্রহণ করেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ, কমীর্রা এবং সাধারণ জনগন।
নববর্ষ—১৪৩২ উপলক্ষে এই আনন্দ মিছিল শেষে জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ড কমিশনার মোঃ মামুন দলের নেতাকমীর্দের উদ্দেশ্যে এক বক্তব্য প্রদান করেন। এই বক্তেব্যে তিনি বলেন বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে বিগত ১৬ বছরের সাধারন জনগন ও দলের কমীর্রা কোন নববর্ষের আনন্দ মিছিল বা কোন ধরনের আনন্দ অনুষ্ঠান করতে পারেনি।
ফ্যাসিবাদি সরকার বিদায়ের পর এ বছর ১৪৩২ নববর্ষ উপলক্ষে এ বিশাল আনন্দ মিছিলে সাধারণ জনগন ও নেতাকমীর্রা শতষ্ফুর্তভাবে অংশগ্রহণ ও প্রান ভরে আনন্দ উপভোগ করেন। তিনি আরও বলেন যে দলের প্রতিটি নেতাকমীর্রা কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাবিাদী ও খুনি হাসিনার প্রতিটি ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই জন্য নেতাকমীর্দের সজাগ থাকতে বলেছেন।
এই সরকার সকল রাষ্ট্রীয় কাঠামো ভেঙ্গে ফেলেছে, এই রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে হলে রাষ্ট্রনায়ক নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশনায় ৩১দফা বাস্তবায়নের জন্য বংশাল থানার জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকমীর্দেরকে সাধারণ জনগনের ঘরে ঘরে গিয়ে তারেক জিয়ার এই ৩১ দফা প্রচার করতে ও বাস্তবায়ন সহায়তা করার জন্য বলেন। এবং সর্বশেষে তিনি দলের নেতা ও কমীর্দের নববর্ষের আনন্দ মিছিলে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।