
স্টাফ রিপোর্টার:
গত ইং ০১/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় পোস্তগোলা হইতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর যাওয়ার পথে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়নের তেঘরিয়া সাকিনস্থ মাহেরা ফিলিং স্টেশনের সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের ডিভাইডারের উপর শাহ জামাল (৬০) পিতা- অজ্ঞাত ঠিকানা- অজ্ঞাত এক ব্যক্তি রোড এক্সিডেন্ট করেন।
প্রাথমিকভাবে ধারণা করা যাইতেছে যে,০১/৪/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা গাড়ীর অজ্ঞাতনামা চালক কর্তৃক তাহার গাড়ীটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালাইয়া মৃত ব্যক্তি শাহ জামাল (৬০) কে উক্ত স্থানে ধাক্কা মারিলে তিনি মাথা এবং বুকের বাম পার্শ্বে গুরুতর জখমপ্রাপ্ত হইয়া মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন।
মৃতদেহ আঞ্জুমান মফিদুলের মাধ্যমে সৎকার করা হয়। কেউ যদি উক্ত ব্যক্তিকে চিনে থাকেন কিংবা তবে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোবা: ০১৯৮২৩৫২৭২৭
এসআই(নি:) আব্দুল হক খলিফা
দক্ষিণ কেরাণীগঞ্জ থানা,ঢাকা।