
ক্রীড়া প্রতিবেদক :
তুর্কিশ স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা ২০২৫ আগামী ১৯ এপ্রিল শনিবার থেকে পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় এবার অংশগ্রহন করছে ৮ টি দল।
গতকাল বৃহস্পতিবার ভলিবল স্টেডিয়ামে উক্ত আসরের বিস্তারিত জানান নতুন এডহক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, পৃষ্টপোষক প্রতিষ্ঠান তুর্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের বিক্রয় ও আধিকারিক এজাজ কাদরী।
এবারের আসরের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া উপদেষ্ঠা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর ২৩ এপ্রিল সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তুর্কি রাষ্ট্রদুত রামিস সেন।
সবগুলো খেলা অনুষ্ঠিত হবে জাতীয় ভলিবল স্টেডিয়ামে। এবারের প্রতিযোগিতার জন্য তুর্কিশ এয়ারলাইন্স দিচ্ছে ১০ লাখ টাকা।
অংগ্রহনকারী দলগুলো হলো: বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ জেল, বাংলাদেশ আনসার, বাংলাদেশ ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তিতাস ক্লাব ও বিকেএসপি ভলিবল টিম।
আয়োজকরা জানান, আগামী ১৯ মে থেকে শুরু হবে জাতীয় ভলিবল টুর্নামেন্ট। নভেম্বরে বাংলাদেশ মহিলা দল যাবে মালদ্বীপে খেলতে। এবং খুব শিগরি শুরু হবে আন্তঃ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট।