পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবনের উদ্বোধন

আব্দুর রশিদ: 

 

সাতক্ষীরার পাটকেলঘাটায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।একই সাথে পাটকেলেশ্বরী তীর্থ ক্ষেত্রের দাতা, আজীবন ও মরণোত্তর সদস্য বৃন্দের সম্মাননা প্রদান ও শিশু বিদ্যাপীঠ ২০২৪ এর কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। বুধাবার সকালে পাটকেলঘাটার কালিবাড়িতে এক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডা. প্রতাপ কুমার কাশ্যপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী চিত্ত রঞ্জন মজুমদার,।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান, তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কমিশনের সাবেক চেয়ারম্যান অশোক কুমার পাল অধ্যাপক ডক্টর সুতাপা ঘোষ, খুলনা মেডিকেল কলেজের সহোযোগী অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ। আরো বক্তব্য রাখেন,তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র মজুমদার, ডা. মধুসূদন মন্ডল, ডা. বিপুল হালদার, বিশিষ্ট ব্যাবসায়ী গোবিন্দ সাধু,সুকুমার ঘোষ দেবদাস কর্মকার,অলিক পাল প্রমুখ।

উদ্ভোধন কালে প্রধান অতিথি বলেন, আমি সর্বমোট ৮ থেকে ১০টা শিক্ষা প্রতিষ্ঠান করেছি, কিন্তু আমার এলাকায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবন এর শুভ উদ্বোধন করতে পেরে আমি অনেক খুশি। এই সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের সমাজের কিছু দায়িত্ব আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষের সাহায্য করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *