মাটি ও বালু উত্তলনের বিষয় নিয়ে লোহাঃ ও সাতঃ জনগণের মিশ্র বক্তব্য

কামরুল ইসলাম:

 

লোহাগাড়া উপজেলা এবং সাতকানিয়া উপজেলা ৫ই আগষ্টের পূর্বে আমরা দেখেছি রাতদিন অবৈধ ভাবে বালু , মাটি উত্তলন করছে আওয়ামীলীগের বংশধর এই বিষয়ে সচেতন জনসাধারণ বলেন এক সময় লোহাগাড়া সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ খাইতেন অবৈধ বালু ও মাটি কিন্তু ৫ঐ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পেশিবাদ খুনি হাসিনা সরকারের পাশাপাশি আওয়ামী লীগের ধুসর দালাল এরা দেশ ছেড়ে পালিয়ে যায়।

কিন্তু এখন ও অবৈধ বালু ও মাটি উত্তলন করা হচ্ছে সচেতন জনগণ আরও বলেন তাহলে এখন কারা জড়িত এই অবৈধ বালু ও মাটি উত্তলনের সাথে? হাইওয়ে সড়কের অবস্থা এমন কেন এই প্রশ্নের জবাবে সচেতন মহল বলেন রাত দিন হাইওয়ে সড়কের উপর দিয়ে শত শত মাটি ও বালুর গাড়ি চলাচল করছে এই কারণে ঝুঁকি পূর্ণ হয়ে পড়েছে হাইওয়ে সড়ক।

কয়েক জন করে করে বেশকিছু সেন্ডকেট গড়ে উঠেছে লোহাগাড়া , সাতকানিয়া উপজেলায় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের বক্তব্যে নেতা কর্মীরা বলেন আমাদের নেতা লোহাগাড়া উপজেলা বিএনপির অভিভাবক সংগ্রামী আহবায়ক নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের মত বুকে হাত দিয়ে কোন নেতা বলতে পারবে না আমার গ্রুপের নেতাকর্মীরা বালু ও মাটি কাঁটার কাজে জড়িত নাই।

যদি প্রতিটা গ্রুপের নেতারা নাজমুল মোস্তফা আমিন ভাইয়ের মত মাটি ও বালু উত্তলন বন্ধ করার জন্য কঠোর হুশিয়ার করে দিত নেতা কর্মীদের তাহলে অবশ্যই অবৈধ বালু ও মাটি উত্তলন বন্ধ করা যেত। আর হাইওয়ে সড়ক দিয়ে মাটি ও বালু নেওয়ার গাড়ি বন্ধ করে দিত তাহলে হাইওয়ে সড়ক ঝুঁকি পূর্ণ হয়ে উঠতেন না।

যতই হাইওয়ে সড়ক ৬লাইন করা হোকনা কেন যতক্ষন পযন্ত মাটি ও বালু, লবনের গাড়ি হাইওয়ে সড়কে উঠা বন্ধ হবে না ততক্ষণ দুর্ঘটনা মুক্ত হবেনা হাইওয়ে সড়কের বিষয়ে উপরস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *