স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তার ৩৩৯/এ দক্ষিণ যাত্রাবাড়ী ইলিশ কাউন্টার সংলগ্ন একটি ভবনের হোটেল আয়শা মনি আবাসিক হোটেল নাম দিয়ে চলছে দেদারছে অবৈধ কার্যকলাপ।
ম্যানেজার তোফাজ্জেল ও মালিক সাগর দীর্ঘদিন যাবদ যাত্রাবাড়ীতে আবাসিক হোটেলের নাম দিয়ে দেহ ব্যবসা চালাচ্ছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে দেশের দক্ষিণ অঞ্চলে যাতায়েত করে হাজার হাজার মানুষ। দক্ষিণ অঞ্চল থেকে ঢাকায় আসা মানুষ জন রাত্রে থাকার জন্য আবাসিক হোটেল গুলোয় যায়। কিন্তু এসব হোটেলে থাকতে যেয়ে অনেকেই পড়ে বিপাকে, শিকার হয় ব্লাকমেইলের।
এই বিষয় ম্যানেজার তোফাজ্জেল বলেন, যা করি দেখতেই তো পারছেন। আশে-পাশ্বের সব কিছুই ম্যানেজ করেই চলতে হয়। তাছাড়া প্রসাশনের লোকজনও এখানে আসা যাওয়া করে।
মালিক সাগর বলেন, আমার ঢাকা শহরে আরো অনেক ব্যবসা আছে। দেশের মানুষের সমস্যা হয় না সমস্যা একমাত্র আপনাদের মতো সাংবাদিকদের। এক সময় এসে চা খেয়ে যাবেন।
বরিশাল থেকে আসা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত বেশি হওয়ার কারনে হোটেল আয়শা মনিতে গিয়ে রম্নম ভাড়া নেই কিছুক্ষন পরেই রুমের বাহির থেকে দরজায় কিছু মহিলারা নক করে। অবস্থা বেগতিক দেখে রাতে না থেকেই চলে আসি।
আবাসিক হোটেল আয়শা মনি বন্ধ করার দাবি জানিয়েছেন ভুক্তোভোগীরা।