রাণীনগরে পূর্বশত্রুতার জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট

নওগাঁ প্রতিনিধি: 

 

নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জেরে ওহিদুল প্রামানিক নামে এক মস্যজীবির বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (১২ এপ্রিল) নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া (মৎস্যজীবি পাড়া) এলাকায়।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ওহিদুল প্রামানিক বাদী হয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাণীনগর থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।
অভিযুক্তরা হলেন- ১। মোঃ কছির উদ্দীন (৬০), পিতা- মৃত পাঠন প্রামানিক ২। মোঃ আকরাম (৩৮), ৩। মোঃ দিলবর (৩৫) উভয় পিতা- কছিম উদ্দীন ৪। মোঃ সাহিন (২২) ৫। মোঃ একাব্বর (৩২) পিতা- কছিম উদ্দীন সর্ব সাং- ধন পাড়া (মৎস্যজীবি পাড়া), ডাকঘর- মিরাট, থানা- রাণীনগর, জেলা- নওগাঁ।

এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত শনিবার (১২ এপ্রিল) আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র হাতে ওহিদুল প্রামানিক এর বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা করে বাড়ির একটি ঘর এর পাশাপাশি আসবাবপত্র ভাংচুর করে। এ সময় তাদের বাঁধা দিতে গেলে ওহিদুল প্রামানিকের বিবাহীতা স্ত্রী আসমা বেগম ও ছেলে আসলাম হোসেনকে এ্যালোপাথারী ভাবে মারপিট করে নগদ ৪৭ হাজার টাকা, প্রায় ১ ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে অভিযুক্তরা স্থান ত্যাগ করে।
পরবর্তীতে বাদীর স্ত্রী আসমা বেগম গুরুতর আহত হওয়াই তাকে রানীনগর চিকিৎসা নিতে গেলে চিকিৎসারত ডক্টর নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন, নওগাঁ সদর হাসপালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করা হয়।

এ বিষয়ে আসলাম বলেন, আমার বাবা নওগাঁর বাহিরে থাকে। বাড়িতে আমি আর মা, আশে পাশেও তেমন কেউ ছিলোনা সেই সুযোগে কছির উদ্দীন, আকরাম, দিলবর, সাহিন ও একাব্বর সহ ১০-১৫ জন আমাদের বাড়িতে আসেন এবং হাতে বিভিন্ন অস্ত্রপাতি সহ হামলা করে আমাদের একটি ঘরে চেয়ার, টেবিল,হাড়ি, পাতিল, কাপড় ও বিভিন্ন আসবাপত্র সহ পুরো ঘর ভেঙ্গে তছনছ করে দেয়। কেন তারা এমন করলো তা এখনো বুঝতে পারছিনা। আমি আর আমার মা বাঁধা দিতে গেলে তারা আমাদের মারপিট করে মাকে প্রচন্ড আঘাত করে মাটিতে ফেলে দেয়। আমি এর বিচার চাই।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাশের বাড়িতে কর্মরত নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক রাজ মিস্ত্রী বলেন, হামলার সময় তারা আমাকে বললো তুমি চুপচাপ থাকবে, এখানে আসলে তোমাকে ও মারপিট করা হবে। তারপরে ১০-১৫ জন হাতে বিভিন্ন অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাংচুর শুরু করলো। আমি ভয়ে সেখানে যাইনী।

ভুক্তভোগী ওহিদুল প্রামানিক বলেন, আমি বাড়িতে ছিলামনা সেই সুযোগে কছির উদ্দীন, আকরাম, দিলবর, সাহিন ও একাব্বর সহ ১০-১৫ জন আমাদের বাড়িতে জোড়পূর্বক ঢুকে হামলা করে ভাংচুর ও লুটপাট এর পাশাপাশি আমার স্ত্রী ও ছেলেকে মারপিট করেছে। আমি আইনকে শ্রোদ্ধা করি তাই নিজে বাদী হয়ে রাণীনগর থানায় একটি এজাহার দায়ের করেছি। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার চাই।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, বিষয়টি নিয়ে ওহিদুল প্রামানিক নামে একজন এজাহার দায়ের করেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *