নবীনগরে যুব উন্নয়ন কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শাহ পরান:

নবীনগর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মনজুর আলম-এর বদলিজনিত কারণে তাঁর সম্মানে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ তারিখে সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে নবীনগর উপজেলার সংগঠকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাজীব চৌধুরী। তিনি বলেন, “জনাব মনজুর আলম নবীনগরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর আন্তরিকতা, কর্মদক্ষতা ও জনবান্ধব আচরণ আমাদের মাঝে দৃষ্টান্ত হয়ে থাকবে।”
তিনি আরো বলেন, জনাব মনজুর আলম দৈনিক রুটিন ওয়ার্কের বাইরে গিয়ে তিনি তাঁর দায়িত্ব পালন করে সবার ভালবাসা কুড়িয়েছেন। তাঁকে আমাকেও অনুসরণ করা প্রয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। তিনি বলেন, “মনজুর আলম একজন নিষ্ঠাবান কর্মকর্তা। তিনি দায়িত্ব পালনকালে এলাকার যুবসমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মতো একজন কর্মকর্তার বিদায়ে আমরা সত্যিই মর্মাহত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রেসক্লাব এর সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, এনজিও হোপ এর পরিচালক আসাদুজ্জামান কল্লোল।আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠকবৃন্দের পক্ষ থেকেও আবেগঘন বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার হাতে মানপত্র তুলে দেওয়া হয়। মানপত্র পাঠ করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বিদায়ী জনাব মনজুর আলম তাঁর বক্তব্যে নবীনগরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও নবীনগরের মানুষের জন্য তাঁর আন্তরিকতা বজায় থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *