সাতক্ষীরায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পানি-স্যালাইন ও কলম বিতরণ

আব্দুর রশিদ:

সাতক্ষীরায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের উদ্যোগে পানি, খাবার স্যালাইন ও কলম বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্ৰহণকারী পরীক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ছোট।

এসময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সকল নেতৃবৃন্দ প্রমুখ।
পরীক্ষা কেন্দ্র হিসেবে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাস প্রাঙ্গণে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
এস.এস.সি পরীক্ষার্থী সুমন হোসেন বলেন, খাবার পানি, স্যালাইন ও কলম পেয়ে খুবই ভালো লাগছে। টানা ৩ ঘন্টা পরীক্ষা হলে থাকতে হয়েছে। অতিরিক্ত গরমের কারণে গলা শুকিয়ে গেছে। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত একজন শিক্ষক ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে শিক্ষার্থীরা, বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে। এভাবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে এমন উদ্যোগ নেওয়া হলে ভালো হবে।

এ বিষয়ে সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমদাদুল হক ছোট বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান-এর নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়। এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে আমরা এই খাওয়ার পানি, স্যালাইন এবং কলম বিতরণ করছি। অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষায় মনোনিবেশে ছাত্রদল সর্বদা শিক্ষার্থীদের পাশে থেকে বন্ধু সুলভ আচরণ করবে। ছাত্রদলের এ উদ্যোগ আগামীতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *