কলম সৈনিক আহমদ গিয়াস: এখন বৃষ্টি পরিহিত ভাঙ্গা বাড়িতে

মোহাম্মদ হোসেন (সুমন) :
পর্যটন রাজধানী কক্সবাজার শহরের গর্ব, সময়ের আলোর সৃষ্টিকারী, জ্ঞান ও গল্পের ভাণ্ডার, এবং সিনিয়র কলম সৈনিক আহমেদ গিয়াস আজ জীবনযুদ্ধে লড়ছেন এক ভাঙ্গা ঘরের নিচে।
একযুগেরও বেশি সময় ধরে কলমের মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও জনগণের কথা তুলে ধরেছেন এই নিবেদিতপ্রাণ সাংবাদিক। দেশ ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই আজও কলম চালিয়ে যাচ্ছেন এই প্রাজ্ঞ লেখক। তবে দুঃখজনক হলেও সত্য—নিজ জীবন আজ সংকটাপন্ন।
শহর ছেড়ে গ্রামে ফিরে গিয়েছেন আহমেদ গিয়াস। মানবতার জীবনযাপন করছেন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। দুর্নীতির কাছে মাথা নত না করে নিজের নীতিতে অটল থেকেছেন সবসময়।
বিভিন্ন সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ বাড়িটি সংস্কারের জন্য তিনি একাধিকবার সরকারি দপ্তরে লিখিতভাবে আর্থিক সহায়তা চেয়েছেন। কিন্তু আজও কোনো সহায়তা বা সুবিধা পাননি তিনি।
বর্তমানে পরিবারের সদস্যদের নিয়ে এক ভাঙ্গা বাড়িতে রোদ-বৃষ্টির মধ্যে চরম কষ্টে দিন কাটাচ্ছেন এই কলম সৈনিক। সমাজ ও রাষ্ট্রের কাছে প্রশ্ন—এমন একজন সৎ ও নিবেদিতপ্রাণ মানুষের পাশে কে দাঁড়াবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *