সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১২কেজি রূপার গহনা উদ্ধার

আব্দুর রশিদ:

 

সাতক্ষীরা সীমান্ত থেকে অভিযান চালিয়ে ১২ কেজি ৯৭৫ গ্রাম ওজনের রূপার গহনা আটক করেছে বিজিবি। শনিবার সকালে জেলার ভাঁদিয়ালী সীমান্তবর্তী এলাকা থেকে গহনা গুলি উদ্ধার করা হলেও পালিয়ে গেছে চোরাকারবারীরা। দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে.কর্নেল মো আশরাফুল হক।

তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা সীমান্তের ভাদিয়ালী এলাকা দিয়ে একদল চোরাকারবারী ভারত থেকে বাংলাদেশে পাচার করবে এমন খবর পেয়ে মাদরা ক্যাম্পের
হাবিলদার মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি টিম সেখান অবস্থা নেয় । ওই সময় চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রূপা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত রুপার গহনার মূল্য সাতাশ লক্ষ চব্বিশ হাজার সাতশত পঞ্চাশ টাকা।উদ্ধারকৃত ভারতীয় রূপা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *