আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল 

সুমন খান:
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল রাজধানীর খামারবাড়ি  এ বিক্ষোভ মিছিলের করে এনসিপির বৃহত্তর তেজগাঁও জোন।
মিছিলটি খামারবাড়ি থেকে ফার্মগেট থেকে   মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে তেজগাঁও কলেজ সংলগ্ন সমাপ্ত করেন। এ সময় তারা ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেয় তারা। এর আগে খামারবাড়ি গোল চক্কর থেকে মিছিলপূর্ব সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
সমাবেশে এনসিপির আবু সাইন লিওন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ডক্টর আলাউদ্দিন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, তার গুরুত্বপূর্ণ বক্তব্যই বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তেজগাঁও ২০-৩০ জন শহীদ হয়েছে। এখন পর্যন্ত তাদের গেজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি খুনিদের গ্রেপ্তার করা হয়নি।
আওয়ামী লীগকে তেজগাঁও এলাকা থেকে  গ্রেপ্তার করতে হলে আলাদা কোনো আইন দরকার নেই। তাদের নামে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করা হয়নি। যেই ছাত্র-জনতা মোহাম্মদপুর ও মিরপুর ও তেজগাঁও এবং ফার্মগেট  থেকে সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনীকে বিতাড়িত করেছে, সেই ছাত্র-জনতা আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিচার নিশ্চিত করবে।
আওয়ামী লীগের দোসর, প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় রাজপথে নামার সাহস করছে। আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায়নি, আর এ গণহত্যাকারী দল রাজপথে আস্ফালন করছে। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো প্রকার আস্ফালন এনসিপি এবং দেশের মানুষ বরদাস্ত করবে না।
যাদের হাতে আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, নির্যাতন-নিপীড়নের রাজনীতি করেছে, সেই আওয়ামী লীগ বাংলাদেশে কোনো প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না।  এনসিপির কেন্দ্রীয় এবং নীলফামারী জেলার জলঢাকা উপজেলার প্রতিনিধি রেজাউল করিম রাজু বক্তব্য
 বলেন, যে বাংলাদেশে ছাত্র-জনতা থাকবে, সেই বাংলাদেশে ভারতে আরএসএস এর দোসর, জঙ্গিবাদের দোসর আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ একটি জঙ্গি সংগঠন। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে পুনর্বাসন করছেন। আপনারা যদি এসব দুরভিসন্ধি করেন, তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন,
 এনসিপির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন, যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত, কেন্দ্রীয় সদস্য মনজুর আল হাবিব, শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান জোহান, এম এ গাফফার সদস্য, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *