
স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। আজ ঘাটাইল সমাজসেবা অফিসে এলাকার মেম্বারগণ অভিযোগ করে বলেন, এই সমাজ সেবা অফিসার আব্দুল হান্নান সরকার তার সরকারি গ্রামের বয়স্ক ভাতা লিস্ট তৈরি করেছে যার মধ্যে অনেকেই মৃত।
শতাধিক বৃদ্ধ-বৃদ্ধাকে রাস্তায় ও অফিসের সিঁড়িতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি সদস্য বলেন, উপজেলা সমাজসেবা অফিসার হান্নান মোটা অংকের টাকার বিনিময় মৃত ব্যক্তিদের বয়স্ক ভাতার তালিকায় রেখেছে।
শুধু তাই নয় সেবা নিতে আসা অন্যরাও হয়রানির শিকার হন এই অফিসে।
নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের একাধিক কর্মচারী বলেন, ‘অফিসের আসবাবপত্র মেরামত, সেমিনার ও কনফারেন্স, অফিস সরঞ্জামাদি, মনোহরি, যন্ত্রপাতি, প্রযুক্তি পণ্য, কম্পিউটার সামগ্রী ক্রয় এর টাকাও আত্মসাৎ করেন এই আব্দুল হান্নান শিকতসা।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার বলেন আমরা লিস্টে তৈরি করার পরও মারা যেতে পারে। সব দোষ কি আমাদের তাছাড়া কিছু আওয়ামী লীগের দোসর রয়েছে তারা এসব অভিযোগ করছে।
এলাকাবাসীর দাবি সমাজ সেবা অফিসার আব্দুল হান্নান সরকারের দুর্নীতির বিচার দাবি করেন। স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন করবে বলে জানা গেছে।