রামু আসনের সাবেক এমপি কাজলের মায়ের সুস্থতা কামনা করেন কেন্দ্রীয় মৎস্যজীবী দল

স্টাফ রিপোর্টার:

প্রস্তাবিত জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপ পচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বলেন,
কক্সাবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক জননেতা জনাব আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের মমতাময়ী মা সাবেক সংসদ সদস্য জনাবা সালেহা খানমের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন । উন্নত চিকিৎসার প্রয়োজনে তাঁকে সোমবার ৫ঘটিকার সময় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । তার সুস্থতার জন্য বিএনপি ও মৎস্যজীবী দল এবং অঙ্গ সংগঠন সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন দক্ষিণ চট্টগ্রামের কৃর্তী সন্তান বিশিষ্ট সমাজ সেবক তৃণমূল নেতাকর্মীদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ মৎস্যজীবী দলের প্রধান সমন্বয়ক কেন্দ্রীয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, বর্তমানের ভারপ্রাপ্ত আহবায়ক প্রস্তাবিত কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি রমনা থানা বিএনপির সভাপতি জনতার কাউন্সিলর নাদিম চৌধুরী। নাদিম চৌধুরী বলেন
প্রিয় নেতার মায়ের সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছি। তিনি আরও বলেন
আমি নাদিম চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে দোয়া করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *