কুমিল্লা প্রতিনিধি:
ডাঃ মোঃ আরিফুর রহমান কুমিল্লা ব্রাহ্মণপাড়া মাধবপুর মাতৃসেবা জেনারেল হাসপাতালের একজন ডাক্তার ও শেয়ার পার্টনার। তিনি বহিরাগত কয়েকজন লোক সাথে নিয়ে গত ১৯ এপ্রিল ২০২৫ ইং (শনিবার) সন্ধ্যা ৭টার পর হাসপাতালের ভিতরে থাকা এম্বুলেন্সের ড্রাইভারকে গুরুতর আহত করে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে এম্বুলেন্স নিয়ে চলে যায়।
এঘটনায় মাধবপুর মাতৃসেবা জেনারেল হাসপাতালের এম.ডি মোঃ কামরুল হাসান মনির বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
এম.ডি মোঃ কামরুল হাসান মনিরের সাথে কথা বলে জানা যায়, ডাঃ মোঃ আরিফুর রহমানের বাড়ি কুমিল্লা দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামে। তিনি পেশায় একজন ডাক্তার। উনার বিএমডিসি রেজিঃ নং-১০৭৭২৩। তিনি মাধবপুর মাতৃসেবা জেনারেল হাসপাতালে দীর্ঘ ৩ বৎসর যাবৎ আর.এম.ও নিয়োজিত আছে। পরবর্তীতে উক্ত হাসপাতালটিতে কিছু টাকা দিয়ে শেয়ার হয়। তারপর থেকেই চলে তার আদিপত্য বিস্তার। এলাকার কিছু অসাধু লোক নিয়ে মামলা হামলা করে উক্ত হাসপাতালের সাবেক এম,ডি ও চেয়ারম্যানকে বিতারিত করে। তারপর থেকেই হাসপাতালের কক্ষেই শুরু করেন মাদক সেবন সহ বিভিন্ন ধরনের অপকর্ম। গত কিছুদিন পুর্বে বর্তমান এম.ডি কামরুল হাসান মনিরকে বিতারিত করার পায়তারা শুরু করে এবং উনার নামেও থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে ও থানা পুলিশ দিয়ে হয়রানি শুরু করে।
গত ১৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় ডাঃ আরিফ সহ বহিরাগত সুমন মিয়া, দৌলত খা, শাহিন পুর্ব প্রস্তুতি নিয়ে এম.ডি কামরুল হাসান মনিরের নিজস্ব এম্বুলেন্সের ড্রাইভারকে হামলা করে তার নিকট থেকে এম্বুলেন্সের চাবি নিয়ে হাসপাতালের সামনে থেকে এম্বুলেন্স গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। তৎক্ষনাত ড্রাইভারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে এম.ডি কামরুল হাসান মনির থানায় একটি ছিনতাই মামলা রজু করেন।
তিনি আরো জানান, উক্ত ঘটনায় ডাঃ মোঃ আরিফুর রহমানের সহযোগীদের বিরুদ্ধে ৫ই আগস্টের পর ফেসিস্টের একাধিক মামলা হয়েছে। এম.ডি কামরুল হাসান মনির ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেছে শুনে ছিনতাইকারীরা আরিফের সহযোগীতায় থানায় রেখে আসে।
ডাঃ মোঃ আরিফুর রহমানের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, আমি অত্র হাসপাতালের আর.এম.ও হিসেবে দায়িত্ব পালন করছি এবং শেয়ার হোল্ডার। এম্বুলেন্সটি ক্রয় করার সময় আমার নিকট থেকে এম.ডি মোঃ কামরুল হাসান টাকা নিয়েছিলো, যার ডকুমেন্ট আমার নিকট আছে। তিনি আরো বলেন, আমার এম্বুলেন্সটি আমি নিজেই ব্রাহ্মণপাড়া থানায় জমা দিয়েছি এবং অভিযোগ দায়ের করি।
এব্যাপারে উক্ত মামলার কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ হাসনাত জানায়, ডাঃ মোঃ আরিফুর রহমান নিজে এম্বুলেন্সটি থানায় নিয়ে এসে আরেকটি অভিযোগ করেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।