
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারের খাজনা উঠানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ২২ এপ্রিল মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টা ৩০মিনিটের সময় এই সংঘর্ষ হয়।
সংঘর্ষের সময় ৪টি ককটেল বিস্ফোরণ হলে মুহুর্তের মধ্যেই এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিএনপির দুই গ্রুপ একে অপরের উপর ককটেল বিস্ফোরণের দায় চাপিয়ে মিছিল বের করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাসিম রেজা সাংবাদিকদের বলেন বাজারের ইজারার নিস্পত্তি না হওয়া পর্যন্ত তহসিলদার চৌকিদারকে দিয়ে খাজনা তুলবে।
এ পরিস্থিতিতে তিনি দুই পক্ষকে শান্ত থাকার আহবান জানান।