
সাতক্ষীরা প্রতিনিধি:
জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৪১বছরে পদার্পণ করেছে। ২৩ এপ্রিল কোম্পানিটি ৪০ বছর অতিক্রম করে আরেকটি নতুন বছরে পা রাখে। আর এ উপলক্ষে সাতক্ষীরায় কেককাটা, র্যালি ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ১৯৮৫ সালের ২৩ এপ্রিল দেশের প্রথম বেসরকারি জীবন বীমা কোম্পানি হিসেবে যাত্রা শুর করেছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ।
বর্তমানে কোম্পানিটি দেশের অন্যতম শীর্ষ কোম্পানি হিসেবে স্থান করে নিয়েছে।
সর্বোত্তম গ্রাহক সেবা, দ্রত বীমা দাবি পরিশোধ ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর ন্যাশনাল লাইফ টিকে আছে। সর্বোচ্চ বীমা দাবি পরিশোধে বিশেষ অবদানের জন্য কোম্পানিটি জাতীয় সম্মাননা লাভ করে। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিসহ জাতীয় অর্থনীতিতে গুরত্বপূর্ণ অবদানের জন্য এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসহ ন্যাশনাল লাইফ দেশী ও বিদেশী অসংখ্য অ্যাওয়ার্ড লাভ করেছে।
এ সময় সংস্থাটির ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৪০ বছর শেষ করে আজ ৪১ বছরে পদার্পণ করেছে, আজকের এই অর্জন আমাদের সকল সহকর্মীদের, আজকে আমাদের সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারনে তিলে তিলে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের শ্রেষ্ট বীমা কোম্পানীর গৌরব অর্জন করেছে , বাংলাদেশের যত আর্থিক প্রতিষ্ঠান আছে তার ভিতরে আমরা সর্বোচ্চ লম্বাংশ প্রদান করে থাকি।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সংযুক্ত কোন গ্রাহকের লাইফ ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হলে, আমাদের অফিসে প্রয়োজনীয় কাগজ নিয়ে আসলে, সঙ্গে সঙ্গে আমরা তার পরের দিন তাদের টাকা ফেরত দিয়ে দিচ্ছি । ২০২৫ সালে আমাদের পরিকল্পনা প্রতিমাসে ১১৬ কোটি টাকা করে সর্বমোট ১৪০০ কোটি টাকা গ্রাহকদের ফেরত দেবো,