গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইন ও নগদ ১৩ লক্ষ টাকাসহ মাদকের গডফাদার তারেক গ্রেফতার

মোঃ মাহমুদুল হাসান:

 

রাজশাহী জেলার গোদাগাড়ীতে বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১৩ লক্ষ টাকা ও সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদকের গডফাদার তারেক হোসেন(৩৬) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত তারেক হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

মঙ্গলবার ২২ এপ্রিল সকালে উপজেলার মাদারপুর মহল্লায় নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাড়ে ৬ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য সাড়ে ৬ কোটি টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান চালায়।

মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাঃ জিললুর রহমান ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট আবু সাদাত মোঃ সায়েম। অভিযানে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও ২৪ সেনাসদস্য অংশ নেন।

এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ গোলাম আজম বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ দল সকালে মাদারপুর মহল্লায় তারেকের বাড়ি ঘেরাও করে। এ সময় তারেক টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরা হয়। এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারেক স্বীকার করেন,গোদাগাড়ীর তিরিন্দা ভাজনপুর গ্রামে তাঁর নিজস্ব একটি মার্কেট ও গরুর খামার আছে এবং সেখান থেকে তিনি আগে হেরোইনের কারবার পরিচালনা করতেন। তখন তাঁকে ওই মার্কেটে নিয়ে গিয়ে তল্লাশি করা হয়। এ সময় ওই মার্কেটের একটি স্টোর রুমে গম ও ভুট্টার মধ্যে বস্তায় লুকিয়ে রাখা সাড়ে ৬ কেজি হেরোইন পাওয়া যায়।

গোলাম আজম আরও বলেন,তারেক হেরোইন চোরাচালানের গডফাদার। চক্রের অন্য হোতাদেরও নজরদারিতে রাখা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাঃ জিললুর রহমান জানান,তারেক তাঁদের নজরদারিতে ছিলেন।তারেকের বিরুদ্ধে তিনি বাদী হয়ে মামলা করবেন এবং জব্দ হেরোইনের দাম প্রায় সাড়ে ৬ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *