সাভার উপজেলা সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহেল, সদস্য সচিব নোমান

আলমাস হোসেন: 

 

‘নিপিড়ীত সাংবাদিকদের কল্যাণে’ স্লোগানকে সামনে রেখে সাভার ও আশুলিয়ায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে সাভার উপজেলা সাংবাদিক সমিতি। এতে আহ্বায়ক করা হয়েছে দৈনিক তৃতীয় মাত্রার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা এবং সদস্য সচিব হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (২৩ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক আহমেদ জীবন। এর আগে, মঙ্গলবার সাভারের রেডিও কলোনি এলাকায় সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আগামী ছয় মাসের জন্য সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন, দৈনিক সংগ্রামের প্রতিবেদক আব্দুল মোতালেব ও দৈনিক সকালের সময়ের প্রতিবেদক আহমেদ জীবন। কমিটির যুগ্ম সদস্য সচিব নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিবেদক সিদ্দিকুল ইসলাম। এছাড়াও রাজধানী টিভির প্রতিবেদক মুজাহিদ খাঁন কাওসার ও দৈনিক মুক্ত খবরের প্রতিবেদক জাহাঙ্গীর হোসেন রানাকে নির্বাহী সদস্য করা হয়েছে।

চলতি বছরের ১৪ই ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। আত্মপ্রকাশের পর গত ২৮ ফেব্রুয়ারি সাভার উপজেলা সাংবাদিক সমিতির সভায় নতুন সদস্য আহ্বানের সিদ্ধান্ত হয়। সে মোতাবেক গুগল ফর্মে এখন পর্যন্ত ২০৪ জন গণমাধ্যমকর্মী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন।

সাভার ও আশুলিয়ায় বসবাসকারী মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত এই সংগঠনের মূল লক্ষ্য- সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং নিপীড়িতদের পাশে দাঁড়ানো। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনের। পাশাপাশি দেশের অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সেতুবন্ধ তৈরি এবং সদস্যদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করবে সাভার উপজেলা সাংবাদিক সমিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *