
আব্দুর রশিদ:
সাতক্ষীরার শ্যামনগরে জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ী সহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী ৷
২৪ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে সাতক্ষীরা উপ-শাখার ডিজিএফআই শ্যামনগর উপজেলার প্রতিনিধি সার্জেন্ট আল মামুনের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদ হোসেনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয় ৷
উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খাগড়াঘাট গ্রামের কওছার মোড়লের ছেলে আতাউর মোড়লের নিজ বাড়ি থেকে অবৈধভাবে জেলি পুশ করা আনুমানিক ২৫০ কেজি বাগদা, গলদা ও হরিনা সময় সিরিজ, মেডিসিন বিভিন্ন আলামতসহ হাতে নাতে আতাউর ও শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগমকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে অন্য জায়গায় আরো জেলি পুশ করা আছে মর্মে তথ্যের ভিত্তিতে অপারেশন শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা মতে ১ লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
জেলি পুশকৃত চিংড়ী বিনষ্ট করা হয় এবং পুশবিহীন চিংড়ি স্থানীয় মাদ্রাসায় প্রদান করেন ৷ ঐ সময় কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত বলেন, আমাদের শ্যামনগর বাংলাদেশ তথা পুরা বিশ্বে বিখ্যাত সুন্দরবন, রয়েল বেঙ্গল টাইগার আর হোয়াইট গোল্ডখ্যাত চিংড়ি মাছের জন্য। এই চিংড়ী শিল্পকে টিকিয়ে রাখতে, এই শিল্পে সম্পৃক্ত মানুষকে বাঁচিয়ে রাখতে এই ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।