রেঞ্জার মামুনের দিকনির্দেশনায় ডলু বিট এলাকায় বন্দুক ও কার্তুজ উদ্ধার

কামরুল ইসলাম: 

পদুয়া রেঞ্জার মামুন মিয়ার দিক নির্দেশনা মোতাবেক বনবিভাগের অভিযানে পরিত্যক্ত ঘর থেকে একনলা বন্দুক, কার্তুজ ও বারুদ উদ্ধার। এই বিষয়ে জানাযায় লোহাগাড়ায় বনবিভাগের অভিযানে পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক, ১৩ রাউন্ড কার্তুজ ও এক কৌটা বারুদ উদ্ধার করা হয়েছে ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দা এলাকার সংরক্ষিত বনের একটি পরিত্যক্ত ঘরে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জজানে আলম জানু মেম্বার ও বনবিভাগের কর্মচারী প্রদীপ বলেন, বর্তমানে ধানের মৌসুম।

এসময় পাহাড়ি হাতি অনেক সময় কৃষকের ধান নষ্ট করে ফেলে। মূলত ধান পাহারা দেওয়ার জন্য কৃষকরাই সেখানে বন্দুকটি রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবিষয়ে পদুয়া বনরেঞ্জের আওতাধীন ডলু বনবিট কর্মকর্তা রাকিব হোসেন রাজু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ চুনতি চাঁন্দা মৌজার ২০১৫-২০১৬ সামাজিক বাগানের পাশে ডলু বনবিটের আওতায় সংরক্ষিত বনাঞ্চলে পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে ১৩ টি কার্তুজসহ বন্দুকটি উদ্ধার করি।

যথাযথ আইনে বন্দুকটি লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *