আলমাস হোসেন:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার আশুলিয়ায় ডেন্ডাবর এলাকায় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোহাম্মদ আইয়ুব খান বলেন, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাভার আশুলিয়ার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আরো বলেন, একটি আধুনিক রাষ্ট্র গঠনে জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কোন বিকল্প নেই। এ সময় তিনি দল মত নির্বিশেষে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। মোহাম্মদ আইয়ুব খান আরো বলেন, আমাদের প্রতিটা নেতাকর্মী কে মানুষের ঘরে ঘরে যেয়ে ৩১ দফা সম্পর্কে মানুষকে বোঝাতে হবে।
এ সময় উক্ত অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোস্তফা কামাল সরদার, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ তুহিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেকসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।