স্টাফ রিপোর্টার:
গনহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, তান্ডব, চাদাবাজির প্রতিবাদে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।
সভাপতিত্ব করেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনির।
এতে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জনাব নাসির আহাম্মেদ মোল্লা, সহ সভাপতি নেছার উদ্দিন শফী।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম সম্পাদক হাসান আলী, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পলাশ,সাবেক সহ সাধারন সম্পাদক লিন্টু মুন্সী, মহানগর নেতা ওয়াহেদ আহমেদ চৌধুরী সজীব, ডেমরা থানা সদস্য সচিব ইয়াহিয়া বিন আশরাফ সহ স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এর সকল নেতৃবৃন্দ, সকল থানা ও ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলটি ডেমরা স্টাফ কোয়ার্টার- রামপুরা রোড হতে শুরু হয়ে,সারুলিয়া বাজার,রানীমহল ব্রীজ, বড়ভাংঙ্গা, হাজীনগর হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।