রক্তাক্ত শিশুর আর্তনাদে কেঁপে উঠল বাঞ্ছারামপুর, বিচারের দাবিতে উত্তাল জনতা

বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

গ্রেফতার ও বিচারের দাবীতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৩ এপ্রিল উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের ৩নং ওয়ার্ডে। এর আগে একই দাবীতে গত বৃহস্পতিবার জয়নগরে আরেকটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।

আজ (শনিবার ) সকাল এগারোটায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন,বিভিন্ন স্কুল/কলেজসহ সচেতন নগরিক সমাজ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।মানববন্ধনে বক্তার বলেন,ধর্ষক তামিম একজন কোরআনের হাফেজ হওয়ার পরও এমন ন্যক্কারজনক ঘটনায় আমরা হতভম্ব। অবিলম্বে ধর্ষক তামিমকে গ্রেফতার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে।নইলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতারা।

ভুক্তভোগী শিশুটির মা- জানান,আমার মেয়ে গত(১৪ এপ্রিল) মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে খেলার সময় আমাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে আমার মেয়ের ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। পরে তামিমের বিল্ডিং এর চিপাগলিতে আমার মেয়ের চিৎকার শুনতে পাই, আমি আমার ভাই দৌড়ে গিয়ে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পরে তাকে উদ্ধার করে প্রথমে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। এ ব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *